মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সুপ্রভাত চ্যাম্পিয়ন

খেলা টাঙ্গাইল লিড নিউজ

সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে বুধবার (৩১ জুলাই) রাতে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট (৪০ উর্দ্ধ) মিনি ফুটবল টুর্নামেন্টে সুপ্রভাত রাইটার্স (২-১) গোলে টাঙ্গাইল কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলার পূর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাদা ও নীল নামে দুটি দলের আর্কষনীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আক্রমন পাল্টা আক্রমনের এই ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সাদা ফুটবল দল (৩-২) গোলে নীল দলকে পরাজিত করে। খেলার ৩ মিনিটের সময় মির্জা মঈনুল হোসেন লিন্টু বিপক্ষ গোলবারে শট নিলে বল গোলবারে প্রবেশের মুখে আরাফাত বলে ছোঁয়া লাগিয়ে দিলে সাদা দল (১-০) গোলে এগিয়ে যায়। খেলাম ৭ মিনিটের সময় সাদা দলের ইফতেখারুল অনুপম জটলায় বল পেয়ে চমৎকার প্লেসিং শটে গোল করে (২-০) ব্যবধান দ্বিগুন করে। খেলায় পিছিয়ে পড়ে নীল দলের শিপন, জুয়েল, শামসুল, বেল্লাল বল দখল নিয়ে খেলতে থাকলে খেলার ১ মিনিটের সময় শিপনের পাসে সুখন গোল কওে (২-১) ব্যবধান কমায়। দ্বিতীর্য়াধের শুরু থেকে নীল দল গোল পরিশোধের জন্য চাপ প্রযোগ করতে থাকলে খেলার ২১ মিনিটের সময় সৈয়দ বেল্লাল জটলা থেকে হেড করে গোল করে (২-২) খেলায় সমতা আনে। এরপর সাদা দলের লিল্টু, অনুপম, আরাফাত, বজলু আবারো খেলায় এগিয়ে যাওয়ার জন্য গোছানো ফুটবল খেলতে থাকলে খেলার ২৬ মিনিটের সময় মির্জা মঈনুল হোসেন লিন্টু মধ্যমাঠ থেকে গোলমুখে চমৎকার শট নিলে জটলার ভিতর দিয়ে বল চলে যায় নীল দলের গোলবাওে (৩-২)। এরপর আর গোল না হলে প্রীতি এই ফুটবল ম্যাচে সাদা দল জয়লাভ করে।

এরপর রাত সাড়ে ৮টার সময় মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট (৪০ উর্দ্ধ) মিনি ফুটবল টুর্নামেন্টের আকর্ষনীয় ফাইনাল খেলা শুরু হয়। এতে সুপ্রভাত রাইটার্স বনাম টাঙ্গাইল কিংসের গতিময় আক্রমন ও পাল্টা আক্রমনের খেলায় প্রথমার্ধে কোন গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় ডালিম ও ১৩ মিনিটের সময় আরিফ আকন্দ গোল কওে (২-০) খেলায় প্রাধান্য বিস্তার করে। খেলার শেষ দিকে টাঙ্গাইল কিংসের আলীম প্লেসিং শটে গোল করে (২-১) ব্যবধান কমায়।
খেলা শেষে টাঙ্গাইল সদরের সংসদ আসনের এমপি ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন ও সরওয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান ও টাঙ্গাইলের সুইডেন প্রবাসী সাবেক ফুটবলার সৈয়দ আলী হায়দার বুলবুল।
মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ৩য় ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরষ্কার ১৫ হাজার এবং রানার্সআপ দল পুরষ্কার ১০ হাজার পান।
উল্লেখ্য ৪০ বছরের উর্দ্ধে টাঙ্গাইলের ফুটবলাদের নিয়ে এই টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দল অংশগ্রহণ করেছিলো। ফাইনাল খেলায় অংশ নেয়া দলের খেলোয়াড়রা হলেন- সুপ্রভাত রাইটার্স দল- সাহেদ আলী, মাসুদ রানা, আরিফ আকন্দ, রনি খান, মাজেদ খান/ডালিম ও ইউসুফ আলী খান। টাঙ্গাইল কিংসঃ নুর আলম, সাইফুল ইসলাম লিটন, কবির/লিটন, গোবিন্দ, জুয়েল খান ও আলীম।
প্রীতি ম্যাচে অংশ নেয়া দলের খেলোয়াড়রা হলেন- সাদা দলঃ- মির্জা মঈনুল হোসেন লিন্টু, ইফতেখারুল অনুপম, বজলুর রহমান, বাবুল খান, সেলিম, আরাফাত, আনিসুর রহমান আলো ও শাহ আজিজ তালুকদার বাপ্পী। নীল দলঃ- এ হাসান ফিরোজ, জহিরুল ইসলাম স¤্রাট, সৈয়দ মোহাম্মদ বেল্লাল, মাতিনুজ্জামান খান সুখন, আব্দুল খালেক শিপন, শামসুল হক, ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, এরফানুল করিম খান আজমীর, আব্বাস আলী ও জাহিদ তারেক খান জুয়েল।
রেফারীঃ- জামিলুর রহমান জামিল ও মহিউদ্দিন।

 

 

 

১৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *