বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ॥ এক ঘন্টা যানচলাচল বন্ধ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সমানে এসে সমাবেশ করে। পরে তারা বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস নগর জালফৈ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দেয়। পুলিশ এ সময় নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। সাড়ে ৪ টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে চলে যান। পরে উভয় পাশে যানচলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, পুলিশ অতি ধৈর্য সহকারে দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

৫৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *