
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের ৪নং ওয়ার্ডের বেড়াডোমা পশ্চিম পাড়ায় কদমতলা মোড় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকালে বেড়াডোমা এলাকাবাসীর উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে বেড়াডোমা পশ্চিম পাড়ায় এ মোড় উদ্বোধন করা হয়।
বেড়াডোমা পশ্চিম পাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার খানের সভাপতিত্বে মোড় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম আজাদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান উজ্জল।
স্বাগত বক্তব্য রাখেন বেড়াডোমা পশ্চিম পাড়া মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া । বক্তব্য রাখেন টাঙ্গাইল জজ কোর্টের এ্যাডভোকেট জুয়েল মিয়া।
এ সময় বক্তারা বলেন, নতুন ভাবে এই মোড়ের নামকরণ করা হয়েছে। এই মোড়ের আগে কোন নাম না থাকায় রিকশা ও অটোতে আসতে সমস্যা হত। এ মোড়কে আরো পরিচিত করতে কদম গাছ রোপন করা হয়। এখানে একটি বাজার স্থাপনের দাবি জানায় এলাকাবাসী।
এ সময় এলাকার ৭ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।