স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
“দিয়েছি তো রক্ত’’ “আরো দেবো রক্ত” “জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে” “আমার স্যারের মুক্তি চাই মুক্তি চাই” এইসব ম্লোগানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গণমিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মিছিলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সিঙ্গাপুর প্রবাসী হারুন অর রশিদ নামে এক যুবক নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কের মির্জাপুরের বংশাই রোডস্থ রেল ক্রসিং এলাকা থেকে গণমিছিল বের হয়ে সদরের কাকলী মোড় ঘুরে রেল ক্রসিং এলাকায় শেষ করেন। পরে তারা রেল ক্রসিং এলাকায় রেল সড়কের ওপর কিছু সময় স্থায়ী হয়ে সরকারের পদত্যাগ ও আন্দোলনে নিহতদের ন্যায় বিচারের দাবি করেন। মিছিলে স্কুল ও মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বেলা পৌনে একটার দিকে তারা রেল ক্রসিং এলাকা ত্যাগ করেন বলে জানা গেছে।