
সোহেল রানা, কালিহাতী ॥
এক দফা দাবিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে রোববার (৪ আগস্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আন্দোলনকারীরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এর আগে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
পরে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে হামিদপুর সেতু পার হবার সময় উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের ধাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ চারজন আহত হন। পরে বিক্ষোভ মিছিলটি থানা পর্যন্ত প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুণরায় উত্তর বেতডোবার দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।
পরে আন্দোলনকারীরা উত্তর বেতডোবা-হামিদপুর বাসস্ট্যান্ড ঘুরে পুণরায় কালিহাতী বাসস্ট্যান্ডে সমবেত হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে দুপুর ২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কেরা সন্ধ্যায় কালিহাতী কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি জানিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।
আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক সাংগঠনিক আব্দুস সালাম, কালিহাতী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিকভাবে পুলিশ মোতায়েন রয়েছে।