স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
সন্ত্রাস, নৈরাজ্য ও এক দফা আন্দোলনের বিরুদ্ধে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তর নেতৃত্বে রবিবার (৪ আগস্ট) দুপুর একটার দিকে সদরের দলীয় কার্যালয় হতে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস বাসস্ট্যান্ড ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বক্তৃতা করেন। মিছিলে দুই সহস্রাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গণমিছিল করেছে এক দফার আন্দোলনকারীরা। এই মিছিলে জামায়াত, বিএনপি, ছাত্রদল ও সরকার বিরোধীরা অংশ নেন। রবিবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল ও সমাবেশ করে। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কের ওপর ফুটবল খেলেন।
মির্জাপুরে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের পৃথক মিছিল
৮৬ Views