স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মন্দির পরিদর্শন, পুজা উদযাপন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে মত-বিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের কর্মকর্তারা। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শফিউল আজম, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান বুধবার (৭ আগষ্ট) নাগরপুর কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেন। এসময় তারা বর্তমান পরিস্থিতিতে সকলকে নিজ নিজ অবস্থানে শান্ত ও সর্তক থাকার আহবান জানান। এসময় সহকারী কমিশনার (ভুমি) দ্বীপ ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
৬৪ Views