স্টাফ রিপোর্টার ॥
বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবল্বী জনগন, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে টাঙ্গাইল শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নেতৃবৃন্দ কালীবাড়ি মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার আমীর আহসান হাবিব মাসুদসহ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ, শ্রী শ্রী বড় কালীবাড়ির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ গুন ঝন্টু, টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি সাবেক জিপি আনন্দ মোহন আর্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।