
বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
আন্দোলনরত অবস্থায় টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর হওয়াতে শহরের প্রতিটি জায়গাতে ময়লা-আবর্জনা দিয়ে ভরা ছিলো দশমিক ফাউন্ডেশনের সদস্যরা মিলে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার করছে। তাদের মতামত, দেশ তাদের তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও তাদের।
ট্রাফিক ডিউটি দশমিক ফাউন্ডেশনের সদস্যরা দেশের পাশে দাঁড়িয়ে দেশের সম্পদ ও দেশের মানুষের রক্ষার্থে রাস্তায় ট্রাফিকের ডিউটি পালন করছেন এসব শিক্ষার্থীরা। বাজার মনিটরিং দেশে বর্তমান পরিস্থিতিতে সব কিছুর দাম অনেক বেশি। টাঙ্গাইল শহরের পার্কের বাজারে দশমিক ফাউন্ডেশনের সদস্যরা বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের বুঝিয়েছেন জিনিসপত্রের দাম সীমিত আকারে রাখার কথা বলেন তারা। তাদের মতামত দেশ তাদের তাই রাষ্ট্র সংস্কারের দায়িত্বও তাদের জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি অমি খান, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, প্রচার প্রকাশনা সম্পাদক উম্মে হাবিবা, কার্যকরী সদস্য তানভীর, স্নিগ্ধা, লামিসা, ইয়াছিন, মিম, জীম, আয়েশা, আলভী, মরিয়ম, জয়সহ আরো অনেকে।