সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় সদরের বাইমহাটি কালী মন্দির থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভা থেকে দুই সহস্রাধিক সনাতনী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
দুপুর দুইটার পর থেকে বাইমহাটি কালী মন্দিরের সামনে সখ্যালঘু সম্প্রদায়ের লোকজন জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বাইমহাটি পালপাড়া মন্দির প্রাঙ্গনে পৃথক সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, যগ্ম সম্পাদক স্বপন মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, মির্জাপুর কলেজের সাবেক জিএস বিপ্লব সাহা, সাহাপাড়া স্কন মন্দিরের ভক্ত উজ্জল দাস, ব্যবসায়ী শুভ সাহা প্রমুখ।
উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভূত্থানের পর থেকে গত ৪ দিনে দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মালম্বীদের ঘর-বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

৬০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *