ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার বিতরণ বাসাইল প্রেসক্লাবের

টাঙ্গাইল বাসাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করা ৩৫ জন স্কাউটসদের মাঝে খাবার বিতরণ করেছে প্রেসক্লাব। রবিবার (১১ আগস্ট) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা স্কাউটদের মাঝে প্রেসক্লাবের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর বিন জাফর, মিলন ইসলাম ও জিয়ারত জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে, রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীদের।

 

 

৯০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *