
নুর আলম, গোপালপুর ॥
সন্ত্রাস নৈরাজ্য, গুম, খুন ও ছাত্র জনতার উপর গণহত্যার প্রতিবাদে। খুনি হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি কর্মসূচি পালন করেছে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (১৪ আগস্ট) সারা দিনব্যাপি, পৌর শহরের মান্নান রোডে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
প্রধান অতিথি ছিলেন, সাবেক উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুর ছোট ভাই টাঙ্গাইল জেলা ওলামা দলের সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।