স্টাফ রিপোর্টার ॥
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবীতে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অবস্থান কর্মসুচীতে যোগ দেন। জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।