স্টাফ রিপোর্টার ॥
ছাত্র-জনতার উপর গুলি, গণহত্যাকারী খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে ।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্তরে উপজেলা বিএনপির আয়োজনে (১৪ ও ১৫ আগস্ট) দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয় । এ সময় তারা কালিহাতী ও এলেঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, শামীম আল মামুন, জাকির হোসেন জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক জসিম খান, উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা,সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শাফি, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার প্রমূখ।
এদিকে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করতে সকাল থেকে তৃণমূল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ শফি সিদ্দিকী চত্তরে সমবেত হন।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা যে সমস্ত ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচার করতে হবে। তারা আরও বলেন, ভারতে বসে যত বুদ্ধি পাকান না কেন তা আমরা প্রতিহত করবো। সাধারণ ছাত্রদের ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে এই অবৈধ হাসিনা সরকারের পতন ঘটেছে।
কালিহাতীতে বিএনপির দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন
৮৫ Views