
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা, হামলা, মামলার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে এই কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা বারোটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকার দলীয় কার্যালয় হতে বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পওে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ডি এম ফরিদ ও জসিম মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের দুই সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।