স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়ককে কুপিয়ে আহত করার ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা মির্জাপুর শহরে এই বিক্ষোভ ও সমাবেশ করে।
কলেজ রোডস্থ পুরাতন শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক মোমিনুল ইসলাম সাজু বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তিন সমন্বয়ককে গুরুতর জখম করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ছাত্রলীগের হামলার ঘটনায় সমন্বয়ক জোবাইদুল ইসলাম নিঝুম বাদি হয়ে মামলা করেছেন। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।