সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান মাহমুদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) দুপুরের দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সহপাঠীদের মাধ্যমে জানা যায়, মাদ্রাসা মাঠে খেলতে গিয়ে মাদ্রাসা ঘরের ছাঁদে ফুটবল আটকে গেলে তা আনতে গিয়ে বৈদ্যতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসান মাহমুদ একই ওয়ার্ডের ওসমান গনির ছেলে। হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।
৫৪ Views