ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীনদের পাশে টাঙ্গাইলের ডিসি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া চিকিৎসাধীন ছাত্র-জনতা ও তাদের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। রবিবার (১৮ আগস্ট) সকালে বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে যান তিনি।
এ সময় আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার সরকারীভাবে করা হবে বলে জেলা প্রশাসক জানান। এছাড়া আহত ছাত্র-জনতা ও তাদের পরিবারের কথা শুনেন। সেই সাথে তাদের পরিবারের নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষনিক পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিদওয়ান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

 

 

১১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *