
সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৪ কিশোর ক্রিকেটার রিপন সরকারের উপর সন্ত্রাসী হামলার পর আরো জানা গেল টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমানের উপর প্রাণ নাশের হুমকি এসেছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োজিত টাঙ্গাইল জেলা ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর ক্রিকেট কোচ আরাফাত রহমান তার সকল ক্রিকেট ছাত্র নিয়ে মানববন্ধন করেন।
এ সময় বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের গাজী গ্রুপের অধিনায়ক টাঙ্গাইলের ক্রিকেট রত্ন মেহেদী মারুফ উপস্থিত ছিলেন। জানা যায়, মানববন্ধনের প্রতিপাদ্য বিষয় হলো- টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৪ কিশোর ক্রিকেটার রিপন সরকার উপর হামলা ও তার প্রাণ নাশের হুমকির তীব্রনিন্দা ও সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবী।
সরেজমিনে জানা যায়, শনিবার (১৭ আগস্ট) বিকেল বেলা আরাফাত রহমান যখন আউটার স্টেডিয়ামে সকল ছাত্রছাত্রীদের ক্রিকেট শেখানো নিয়ে ব্যস্ত তখন সন্ত্রাসীরা প্যাড়াডাইস পাড়ায় অবস্থিত তার বাসার নিকট আবাসিক ক্যাম্পে হামলা চালায়। এ সময় ক্যাম্পে বিশ্রামরত রিপন সরকারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার হাত ভেঙে দিয়ে বিভিন্ন রকম হুমকি দিয়ে ক্যাম্পের অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে চলে যায়। মানববন্ধনে ক্রিকেট কোচ আরাফাত রহমান বলেন, আমার বাসায় যে হামলা হয়েছে, আমাকে প্রাণনাশের জন্য সন্ত্রাসী হুমকি দিয়েছে। আমাকে না পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কিশোর ক্রিকেটার রিপন সরকারকে মারধর করে হাত ভেঙে দিয়েছে। আমরা সেটার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি। একটা সন্ত্রাসী গোষ্ঠী টাঙ্গাইলের ক্রিকেটকে ধ্বংস করতে চায়। তারাই অর্তকিত হামলা করতেছে।