স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আওয়ামী লীগ সরকার পতনের পর টাঙ্গাইলের মির্জাপুরে চার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ভাংচুর করছে শিক্ষার্থীরা। এ পর্যন্ত উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি উঠেছে বলে জানা গেছে।
সর্বশেষ রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামাড়া-গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও সমাবেশ করেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
একই দিন বাঁশতৈল এম মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেনের পদত্যাগের দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। প্রধান শিক্ষক বিক্ষোভকারীদের বহিরাগত দাবি করেছেন। তিনি বলেন স্থানীয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির ইন্দনে এই বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
গেড়ামাড়া গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক মনে করেন। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ কেউ দেখাতে পারবে না বলে জানান তিনি।
একইভাবে উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। খোরশেদ আলম গত ১২ আগস্ট এবং কামরুল হাসান ১৪ আগস্ট থেকে বিদ্যালয়ে যাচ্ছেন না বলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনেছি। এক প্রধান শিক্ষকের পদত্যাগের আবেদনও পেয়েছেন বলে জানান।