
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামীকে তিন দিনের রিমান্ডে এনেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) মির্জাপুর থানা পুলিশ রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক শুনানী শেষে ওই চার আসামীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা হলেন ছাত্রলীগ কর্মী আপন মিয়া, ইফতেখার সাইম, আবিদুর রহমান ও ব্যবসায়ী বজলুর রহমান।
উল্লেখ, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগের কতিপয় ছাত্র ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোজাহিদ (১৮) ইমন সিদ্দিকী (২৪) ও জাকির (২১) গুরুতর আহত হন।
এ ঘটনায় শুক্রবার (১৬ আগস্ট) মির্জাপুর থানায় জুবায়েদ ইসলাম নিঝুম নামে ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মামলা করলে পুলিশ ছাত্রলীগের তিনকর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করে।