স্টাফ রিপোর্টার ॥
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলেন টাঙ্গাইলে রুহুল আমিন। তিনি বর্তমানে টাঙ্গাইল জেলা ডিকেআইবির সভাপতির দায়িত্ব পালন করছেন। কৃষি মন্ত্রনালয়ের অধিনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ সমমানের বিভিন্ন কর্মকর্তাদের পেশাজীবী সংগঠন হল ডিকেআইবি।
শনিবার (১৭ আগস্ট) ডিকেআইবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির এক জরুরী সভায় বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে জিয়াউল হায়দার পলাশকে (ঢাকা) আহবায়ক ও সৈয়দ জাহিদ হোসেনকে (ঢাকা) সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য অর্থ আবু বক্কর সিদ্দিক (ঢাকা), সদস্য আব্দুর রহমান (পিরোজপুর), রুহুল আমিন (টাঙ্গাইল), শরিফ আব্দুল কাদের (ঢাকা), তোফাজ্জল হোসেন (ব্রি), মীর মনিরুল হক (ব্রাহ্মণবাড়িয়া) , আবুল হোসেন (কিশোরগঞ্জ), শওকত ওসমান (নারায়নগঞ্জ) এস টি আহমেদ (ঢাকা)।
আগামী ৩ মাসের মধ্যে এই আহবায়ক কমিটিকে নির্বাচন অনুষ্ঠিত করতে বলা হয়।
ডিকেআইবি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলেন টাঙ্গাইলের রুহুল আমিন
১৩৫ Views