টাঙ্গাইলে মোতালেব হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আনিছ আলী (৫০)।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র‌্যাব-১৪, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিছ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছ আলী হত্যা মামলার দুই নাম্বার আসামী। নিহত মোতালেব হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেন। গত (১৪ আগস্ট) সকালে মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টা দিকে আনিছের স্ত্রী সংবাদ পায় তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

 

৭৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *