কালিহাতীতে বিটেক শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নে প্রতিশ্রুতি

কালিহাতী টাঙ্গাইল শিক্ষা

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) অধ্যক্ষের পদত্যাগের তৃতীয় দিনে শিক্ষকদের একটি বিবৃতিতে দুই শিক্ষকের বদলী ও বিবৃতি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (২০ আগস্ট) পুণরায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দিনব্যাপী আন্দোলনে শিক্ষার্থী-শিক্ষকদের সাথে দুই দফা আলোচনার পর সন্ধ্যায় বিবৃতি প্রত্যাহার করে লিখিত প্রদান ও দুই শিক্ষককে বদলীসহ অন্যান্য দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের ঘোষণা দেন বস্ত্র অধিদপ্তরের উপ-পরিচালক রাজিবুর রহমান। শিক্ষার্থীরা যে দুজন শিক্ষকের বদলির দাবি করেন তারা হলেন- সহকারি অধ্যাপক কবির হোসেন পাটোয়ারি ও প্রভাষক এএসএম জুনায়েদ হাসান।
উল্লেখ্য, গত (১৮ আগস্ট) শিক্ষার্থীদের উপস্থিতিতে অধ্যক্ষের দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন বখতিয়ার হোসেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওইদিনই সেশনজট, ফলাফল বিপর্যয় ও একাডেমিক কার্যক্রমে অনিয়ম-অস্বচ্ছতাসহ ৯দফা দাবিতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অন্দোলনের মুখে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গেলে স্বেচ্ছায় পদত্যাগ করেন বখতিয়ার হোসেন। ওই দিনই শিক্ষার্থীরা এই দুই শিক্ষকের পদত্যাগের দাবিও জানান। অধ্যক্ষের পদত্যাগের পর শিক্ষার্থীরা তাদের বিষয়ে নমনীয় হয়। পরদিন গত (১৯ আগস্ট) রাতে বিটেক শিক্ষক সমিতির পক্ষে গত (১৮ আগস্টের) শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে বিবৃতি প্রদান করা হয়।
এ বিবৃতির পিছনে এই দুই শিক্ষককের প্রত্যক্ষ ইন্ধনের অভিযোগে তাদের বদলি ও বিবৃতি প্রত্যাহারসহ ১৪ দফা দাবিতে মঙ্গলবার (২০ আগস্ট) দিনব্যাপী ছয়দফা চত্বরে বিক্ষোভ ও নানা স্লোগান দিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী-শিক্ষকদের সাথে দুই দফা আলোচনার পর সন্ধ্যায় বস্ত্র অধিদপ্তরের উপ-পরিচালক রাজিবুর রহমান বিবৃতি প্রত্যাহারের একটি লিখিত কপি শিক্ষার্থীদের প্রদান করেন এবং দুই শিক্ষকের বদলীসহ অন্যান্য দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের ঘোষণা দেন।

৫৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *