
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন মাদ্রাসার নির্যাতিত শিক্ষক ও কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দারুল উলুম কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমির কুদরত-ই-এলাহী খান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেন যোগসাজশ করে দীর্ঘদিন ধরে নজির বিহীন দুর্নীতি, অনিয়ম ও শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের উপর অকথ্য নির্যাতন করে আসছিলো। তারা ইতোমধ্যেই মাদ্রাসায় দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমির কুদরত-ই-এলাহী খান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেন অনেক প্রভাবশালী হওয়ায় অতীতে এই বিষয়ে প্রতিবাদ করেও কোন সুরাহা হয়নি।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।