সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সেরা সহকারি শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সভাপতি ও এক সদস্যসহ মোট ৩০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় এ সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সেলিনা আকতার খান।
সম্মাননা প্রাপ্ত সহকারি শিক্ষা অফিসারেরা হলেন, ফরহাদ আলী, আব্দুল আউয়াল খান, আনিসুর রহমান, শামীমা শবনম ও মীর সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতিরা হলেন, প্রবাল কমল ভট্রাচার্য, এহতেশামুল হক, সুধীর চন্দ্র পাল, মাসুদ ভূইয়া, কামরুল ইসলাম, আব্দুল বাছেদ মিয়া ও আনিসুর রহমান। একমাত্র সেরা সদস্যের সম্মাননা পান সাংবাদিক সোহেল রানা।
প্রধান শিক্ষকেরা হলেন, কানিজ ফাতেমা সিদ্দিকী, আসাদুজ্জামান, নাজমুন নাহার খান, আব্দুল বাতেন, হাবিবুর রহমান খান, সুপর্ণা ভৌমিক, জয়নাল আবেদীন, ঈসরাফিল হোসেন ও নজরুল ইসলাম। সহকারি শিক্ষকেরা হলেন, সেলিনা আক্তার, মাহমুদুল হাসান, সুমি ইয়াসমিন, মুহাম্মদ রাশিদুজ্জামান, রমেছা খাতুন, স্্েরাতাস্বিনী আয়শা, খালিদ মোশারফ ও ওসমান গণি।
কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সেরা শিক্ষক ও সভাপতিকে সম্মাননা
১৮০ Views