স্টাফ রিপোর্টার ॥
বন্যার্তদের সহায়তার জন্য টাঙ্গাইলে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বিনা পারিশ্রমিকে এ কনসার্টের আয়োজন করে ট্রামবাসহ বিভিন্ন ব্যান্ড। এ সময় বন্যাদুর্গতদের জন্য নগদ টাকা, ওষুধ এবং শুকনো খাবার সংগ্রহ কর হয়।
আয়োজকরা জানায়, দেশের অনেক জেলা বন্যাকবলিত। একদিকে ডুবছে ঘর অন্যদিকে ভাসছে মানুষজন। উৎকণ্ঠায় দেশের মানুষ। এ পরিস্থতিতে টাঙ্গাইলের শিল্পীরা বন্যার্তদের সহায়তায় বিনা পারিশ্রমিকে কনসার্টের আয়োজন করে। এতে প্রায় বিভিন্ন সংগঠন অংশ নেয়। কনসার্টের পাশাপাশি যেখানে বন্যাদুর্গতদের জন্য অর্থ, ওষুধ এবং শুকনো খাবার সংগ্রহ কর হয়।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কনসার্ট উপভোগ করেন।
৮৬ Views