স্টাফ রিপোর্টার ॥
চুরিরোধ ও শিয়ালের হাত থেকে খেতের আঁখ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে আঁখ ক্ষেতের সীমানাজুরে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদা পাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিজের পাতা ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগমের (৫২)।
স্থানীয়রা জানায়, উপজেলার হামকুড়া গ্রামের নঈম উদ্দিনের ছেলে কৃষক আরশেদ আলী বাড়ির পাশেই তার জমিতে আঁখ চাষ করেছেন। আঁখ বড় হওয়ায় ঘটে চুরির ঘটনা। আবার রাতের বেলা শিয়াল ক্ষেতে প্রবেশ করে আঁখ নষ্ট করে। তাই এসব রোধ করতে বেঁচে নেন অভিনব পদ্ধতি। ক্ষেতের চারপাশে খুঁটির সঙ্গে জিআই তার দিয়ে বেড়া দিয়ে রাতে দেন বিদ্যুৎ সংযোগ। রবিবার দুপুরে আরশেদ ও তার স্ত্রী রহিমা ক্ষেত দেখতে যান। জিআই তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা ভুলে যান তারা। ক্ষেতে প্রবেশ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন রহিমা। স্ত্রীকে বাঁচাতে স্বামী আরশেদ এগিয়ে আসলে তিনিও তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এ সময় আশেপাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ বলেন, আরশেদ আলী নিজের আঁখক্ষেত মানুষ ও শিয়ালের হাত থেকে রক্ষার জন্য ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। নিজের পাতা ফাঁদেই মৃত্যু হয়েছে তার ও তার স্ত্রীর।
এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের ছেলের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।