
স্টাফ রিপোর্টার ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটের ফলে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপার গোলাম সবুরসহ ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মাহাবুর রহমান শেখ।
জানা যায়, টাঙ্গাইল জেলায় নতুন পুলিশ সুপার হয়ে আসছেন সাইফুল ইসলাম সানতু (পিপিএম-সেবা)। তিনি ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ সুপার পদমর্যাদায় সংযুক্ত ছিলেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি আদেশ করা হয়।
রাষ্টপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপ সচিব মাহাবুর রহমান শেখ।