টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুরকে বদলি

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর টাঙ্গাইল স্পেশাল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটের ফলে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপার গোলাম সবুরসহ ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহাবুর রহমান শেখ।
জানা যায়, টাঙ্গাইলে গত (৯ জুলাই) নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন গোলাম সবুর পিপিএম। এর আগে তিনি নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুরকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
গোলাম সবুর বিগত ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি কাজে স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

১৬৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *