নুর আলম, গোপালপুর ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমন মিয়ার নলিন বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শহীদ ইমন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার।
বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল জেলা সেক্রেটারি হুমায়ূন কবির, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, টাঙ্গাইল শহর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, গোপালপুর উপজেলা সেক্রেটারি মাও. ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি উবায়দুল্লাহ ।
দোয়া পরিচালনা করেন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনি মোবারক বাবুল।
এ সময় জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, ইমনরা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছিল, আইন পাশ করেছিল তাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। ইমনরা এদেশে যারা ওয়াজ মাহফিলে বাঁধা দিয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে। এই ইমনদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইমনদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে, এই স্বাধীনতা রক্ত দিয়ে হলেও টিকিয়ে রাখতে হবে। কোন জালিমকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না।
পুলিশের গুলিতে নিহত ইমনের বাড়িতে টাঙ্গাইল জেলা জামায়াতের আমির
৬৯ Views