মির্জাপুরে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবি

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে যৌন নিপীড়নের অভিযোগে মহিলা ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ হারুন অর রশিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ছাত্রীরা ক্লাশ বর্জন করে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ করে।
জানা গেছে, গত কয়েকদিন যাবত মহিলা কলেজের ছাত্রীরা তাদের অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছিল। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে কলেজে গিয়ে তারা ক্লাশ বর্জন করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। নির্ধারিত সময় বেলা সারে ১১টার মধ্যে পদত্যাগ না করায় ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে মির্জাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও অফিসে যায়।
২০১৮ সালের ২০ ডিসেম্বর দুপুরে কলেজের মাঠে কয়েকজন শিশু মহিলা ব্যাডমিন্টন খেলতে যায়। তখন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে অধ্যক্ষ হারুন অর রশিদ ডেকে নিয়ে কলেজের একটি কক্ষে আটকিয়ে শ্লীলতাহানি করে। এ অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন অধ্যক্ষ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করে কলেজ পরিচালনা পর্ষদ। একইসাথে তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিলো।
এ নিয়ে ২০১৯ সালের ২ জুলাই কালের কন্ঠ পত্রিকায় ‘শ্লীলতাহানির অভিযোগে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী হারিসা আক্তার, সুমাইয়া আক্তার এবং বাবলী আক্তার বলেন, অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে কয়েক বছর আগেও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে উঠে।
এখনো তিনি সেই পথ থেকে সরে আসেননি। তাছাড়া কলেজে নানা দুর্নীতির সাথেও তিনি জড়িত। আমরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।
অধ্যক্ষ হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রীদের সকল প্রকার অভিযোগ ভিত্তিহীন। তাদের দায়ের করা অভিযোগ প্রমাণ করতে পারলে শাস্তি মেনে নিবেন বলে তিনি জানান।

৬৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *