ঘাটাইলে সাগরদিঘী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ঘাটাইল টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অন্যায় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যর অভিযোগ এনে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সাগরদিঘী বাজার চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীপালন করা হয়। মানববন্ধনে সাগরদিঘী কলেজের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা এবং অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাগরদিঘী কলেজটি বিগত ২০০৪ সালে স্থাপিত হয় এবং বিগত ২০২০ সালে এমপিও ভুক্ত করণ হয়। এমপিও ভুক্ত করার সময় উক্ত কলেজের প্রতিষ্ঠাকালীন হতে জীব বিজ্ঞান পদে গত ১৬/০৩/২০০৫ সালে নিয়োগপ্রাপ্ত প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবুল কাশেম সিকদার। সরকার পতনের আগে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে নিয়োগপত্র প্রাপ্ত আবুল কাশেম সিকদার কে অব্যাহতি দিয়ে তার স্থলে মাজাহারুল ইসলামকে নিয়োগ দিয়ে তার নাম এমপিও ভক্তি করা হয়। যাহা সম্পর্ন অবৈধ এবং বে-আইনি। তাই এই অবৈধ নিয়োগ বাতিল করে আবুল কাশেম শিকদারকে পুণরায় সপদে বহাল করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

 

৮৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *