
কালিহাতী প্রতিনিধি ॥
আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজে মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজের আয়োজনে চেয়ারম্যান ডা: মিজানুর রহমানের সভাপতিত্বে মোটিভেশনাল প্রোগ্রামে আমন্ত্রণিত শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ও মোটিভেশনাল লেখক ইস্কান্দার মির্জা।
এ সময় আবৃত্তি পরিবেশন করেন, বিটিভির আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশনা আক্তার ও উপাধ্যক্ষ সালমা আক্তার। আয়োজিত প্রোগ্রামটি সঞ্চালনা করেন মোটিভেশনাল টিম কালিহাতীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান। প্রোগ্রামে সহকারী অধ্যাপক ও মোটিভেশনাল লেখক ইস্কান্দার মির্জা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের জীবনের শ্রেষ্ঠ স্বপ্নটি হবে ভবিষ্যতে আমি একজন ভলো নার্স হয়ে মানব সেবায় জীবন উৎসর্গ করতে চাই।