স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, দলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাগরদীঘি বাজারে সাগরদীঘি ইউনিয়নের সর্বস্তরের জণগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়।
এ সময় সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, স্থানীয় আবুল কাশেম, হোসেন আলী, ফজলুল হক, বিল্লাল, প্রান্ত, জিদান প্রমুখ বক্তব্য রাখেন।
সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, ঘাটাইল উপজেলা প্রশাসন বিভিন্ন প্রকল্প থেকে ২০% থেকে ৪০% কমিশন নিয়ে থাকে। কমিশন না দিলে কেউ কাজ করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে লোকজন নিয়ে উপজেলার সামনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করতে বলে। অবস্থান না নিলে আমাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নেয়ার হুমকি দেয়া হয়। তাদের কথা না শোনায় অসাধু পন্থা অবলম্বন করে আমার বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ প্রচার করিয়েছে। এর তীব্র নিন্দা জানান তিনি।
ঘাটাইলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন
৬৩ Views