টাঙ্গাইলে পোড়াবাড়ীর বড়বেলতার নাজমুল ৮ দিন ধরে নিখোঁজ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর থানার পোড়াবাড়ী ইউনিয়নের বড়বেলতার বাসিন্দা নাজমুল মিয়া (১৭)। নাজমুল গত সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ বাড়ী থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর আর ফিরেননি নিজ বাড়িতে। গত আট দিন ধরে ইজিবাইক নিয়ে নিখোঁজ রয়েছে নাজমুল মিয়া। ছোট ভাইকে হারিয়ে বড় ভাইয়ের দুশ্চিন্তার যেন শেষ নেই। তাকে ফিরে পেতে জনসাধারণ ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন নাজমুলের বড় ভাই।
এদিকে ভাইকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত (২৭ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ নাজমুলের বড় ভাই। যার জিডি নং-১৪৭২, তারিখ-২৭/০৮/২৪।
জানা গেছে, নিখোঁজ নাজমুল মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। তিনি টাঙ্গাইল শহরে ইজিবাইক চালাতেন। নিখোঁজ নাজমুলের ভাই নাজিম উদ্দিন বলেন, গত সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ বাড়ী থেকে ইজিবাইক নিয়ে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে তার মোবাইল নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। তার সাথে থাকা মোবাইল ফোন ও ইজিবাইকসহ নাজমুল নিখোজঁ হয়ে যায়। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ফোন নম্বর-০১৭০৮০৭৪২৬৯ অথবা ০১৬১৮০৯৮৭৬২।

৬০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *