
স্টাফ রিপোর্টার ॥
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকদের তীব্র আন্দোলনের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করলেন টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানারা বেগম। একই সময়ে অধ্যক্ষ শাহানারা বেগমের স্বামী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদ থেকে হারুন অর রশীদও পদত্যাগ করেন।
জানা যায়, তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। আন্দোলনের মুখে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে অধ্যক্ষ শাহানারা বেগম ও তার স্বামী স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশীদ স্কুলে প্রবেশ করেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষক ও অভিভাবকরা তাদেরকে দেখে উত্তেজিত হয়ে উঠে। তাদের বিরুদ্ধে তখন বিক্ষোভকারীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। অবস্থা চরম পর্যায়ে পৌঁছালে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। সেনা সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সেখান থেকে অধ্যক্ষ শাহানারা বেগম ও তার স্বামী হারুন অর রশীদকে একটি অটোরিকশায় উঠিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে বিতর্কিত অধ্যক্ষ শাহানারা বেগম ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদ থেকে হারুন অর রশীদ পদত্যাগ করতে বাধ্য হন।