দেলদুয়ারে ইউপি চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

টাঙ্গাইল দেলদুয়ার রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদের সামনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এলাকার জনসাধারণ তার বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবী করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফাজিল হাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল হক, নুরুল ইসলাম, মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, সেন্টু মিয়া, লুৎফর রহমান, রফিক মিয়া, জাফর মিয়া, শাহিন মিয়া, মাসুদ মিয়া, আবুল কালাম প্রমুখ। মানববন্ধনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে। এখন বিগত সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে যারা এই ইউনিয়ন পরিষদকে কুলশিত করছে তাদের দ্রুত পদত্যাগ দাবী করছি। ফাজিলহাটী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আজিজুল হক বলেন, অবৈধ সরকারের আমলে অবৈধ নির্বাচনে শওকত আলী জাল ভোটে পাশ করে ইউনিয়নের নামে অনেক প্রজেক্ট এনে কাজ না করেই টাকা উত্তোলন করেছে। বিজিবি, বিধবা কার্ড, মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন খাত থেকে শওকত চেয়ারম্যান অবৈধ পন্থায় টাকা উত্তোলন করেছেন জনসাধারণের ক্ষতি করেছে। আমরা তার পদত্যাগ চাই।
শফিকুল ইসলাম বলেন, গত (৫ আগস্ট) ছাত্রজনতার আন্দোলনের ফলে হাসিনার দেশ ত্যাগে এদেশে নতুন বাংলাদেশ ফিরে এসেছে। কিন্তু তার অন্যায় কাজের দোসর শওকত আলী এখনও ইউনিয়ন পরিষদের স্থানে রয়ে গেছে। জাল ভোটে পাশ করা শওকত চেয়ারম্যান দ্রুত পদত্যাগ দাবী করছি।
এছাড়া মিছিল ও মানবন্ধনে অংশগ্রহনকারী জনসাধারণের বক্তব্য থেকে জানা গেছে, চেয়ারম্যান শওকত আলী আওয়ামী লীগ সরকারের আমলে জাল ভোটে পাশ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন খাতে দুর্নীতি করেছেন। এ সময় মানববন্ধনে তিন শতাধিক জনসাধারণ ও বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

৮২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *