স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে এসি আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে হুগড়া পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর-এ আলম তুহিন উদ্বোধন করেন।
এ সময় হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল, সাবেক ৩নং ওয়ার্ড মেম্বার আয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী সোনা মিয়াসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার আয়োজনে এসি আকরাম ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায় শাহিনুর আলম খোকন।
খেলায় দু’টি দল অংশগ্রহণ করেন আনোহলা তরুন তেজ ক্লাব বনাম কাশিনগর যুব সংঙ্গ। খেলায় আনোহলা তরুন তেজ ক্লাব (২-০) গোলে কাশিনগর যুব সংঙ্গকে পরাজিত করে।
৫৬ Views