আ.লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহরের প্রবেশ মুখে স্থাপিত শামসুল হক তোরণের প্রতিকৃতিতে শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুসহ স্থানীয়রা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এ উপলক্ষে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে কালিহাতী উপজেলার কদিমহামজানী সামাজিক গোরস্থানে মরহুম শামসুল হকের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক মনোনীত হন। প্রয়াত শামসুল হক অপ্রকৃতিস্থ অবস্থায় ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর গ্রামে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা কদিমহামজানী সামাজিক গোরস্থানে তার মরদেহ দাফন করে।

৮০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *