কালিহাতীতে মাদ্রাসায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

কালিহাতী টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আলোকিত কালিহাতীর উদ্যোগে কালিহাতীর দুর্গাপুর দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন, আলোকিত কালিহাতী’র সাধারণ সম্পাদক ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব, আলোকিত কালিহাতীর সহ সভাপতি রশিদ আহমদ আব্বাসী, আলোকিত কালিহাতীর কোষাধ্যক্ষ আফজাল হোসেন, দুর্গাপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল মান্নান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও সেলিম, সংবাদের কালিহাতী প্রতিনিধি শরিফুল ইসলাম মাহফুজ, দৈনিক নয়া শতাব্দীর কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আলোকিত কালিহাতী’ সংগঠনের উদ্যোগে উপজেলার নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ এবং বড় ইছাপুর দারুস সালাম কওমী মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম।
প্রতি বছর আলোকিত কালিহাতী সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে।

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *