
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৪০তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে শরীফা হক যোগদান করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি টাঙ্গাইলে যোগদান করেন। বিদায়ী জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
টাঙ্গাইল জেলার ৫৪ বছরের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক শরীফা হক। এর আগে তিনি সেতু বিভাগের উপ-সচিব ছিলেন। সম্প্রতি তাঁকে নীলফামারী জেলা প্রশাসক পদে বদলি করা হয়। ঐ জেলায় যোগদানের পুর্বেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে গত (১১ সেপ্টেম্বর) এক আদেশে তাকে টাঙ্গাইলে বদলি করা হয়।
টাঙ্গাইল জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক ২৫ তম বিসিএস এর একজন সদস্য। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার আছিম ইউনিয়নের পোড়াঘাটি তরফদার বাড়ীর কৃতি সন্তান, মরহুম তরফদার শামছুদ্দিন ইঞ্জিনিয়ারের কনিষ্ঠা কন্যা তিনি। সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারে তার বেড়ে ওঠা, পিতা সরকারি কর্মকর্তা শামসুল হক ও মাতা লতিফা হকের সন্তান শরীফা হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অস্ট্রেলিয়া এওয়ার্ড স্কলারশিপ নিয়ে অষ্ট্রেলিয়ার University of Melbourne হতে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট এ মাস্টার্স সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস হতে এম.ফিল সম্পন্ন করেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
টাঙ্গাইল জেলাকে একটি শান্তিপূর্ণ জেলা এবং দেশের মধ্যে একটি রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে যেকোন ধরনের দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের প্রতি তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।