নুর আলম, গোপালপুর ॥
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাখুরিযা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিলকিছ সুলতানাকে সভাপতি ও শাহাপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মেহেরুন্নেছা মহিলা কলেজে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর যুবদলের আহব্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষকবৃন্দ।
গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
৯৪ Views