স্টাফ রিপোর্টার ।।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে টাঙ্গাইলে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার উদ্যোগে এ গণ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী, সেক্রেটারি আখিনুর মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সেক্রেটারি নাজমুস সাদাৎ আবির অন্যরা।
গন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।