স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারে নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার গোড়াই ইউনিয়ন জামায়াতে ইসলাম এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে গোড়াই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহাঙ্গীর আলম শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারি খায়রুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ। অন্যন্যদের মধ্যে জেলার সহ-সেক্রেটারী ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা জামায়াতে আমীর ইয়াহ ইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান মমিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেরাজ মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
মির্জাপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ
৭৫ Views