স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বরশী দিয়ে মৎস্য শিকার প্রতিযোগিতা। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর শহরের ডিষ্ট্রিক লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা হতে আসা সৌখিন মৎস্য শিকারীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক শরিফা হক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী ও টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতির কর্মকর্তাবৃন্দ।
১১৯ Views