
সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও মানুষের উপস্থিতি কম। বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও শরতের আশ্বিন মাসে এসে ভারি বৃষ্টি হচ্ছে। এতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের শীতকালীন ক্ষতির শঙ্কা রয়েছে।
জানা গেছে, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃষ্টি শুরু হয় টাঙ্গাইল জেলায়। এরপর থেকে টানা তিনদিন রবিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে শহরের বেশকয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিক্সা ও অটোচালকরা। কিন্তু শহরে মানুষের উপস্থিতি কম হওয়ায় যাত্রী পাচ্ছেন না তারা।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে না পেরে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। শহরের বেশকিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি ব্যবসায়ীরা। এছাড়া জোয়ারের সময় জেলার যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিকের অনেক চেয়ে বেশি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। সরেজনিম দেখা গেছে, টাঙ্গাইল শহরের খানা-খন্দ ও নিচু জায়গাতে ইতোমধ্যেই পানি জমে গেছে। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। চলাচলের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। শহরের রাস্তা-ঘাট প্রায় ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দু’একটা রিক্সা-অটোরিক্সা ছাড়া যানবাহন নাই বললেই চলে। তবে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টির কারনে ভাড়া দ্বিগুন গুনতে হচ্ছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ। যারা দিন কাজ করে দিন খায় তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
এতে করে আমনের ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে কৃষিবিভাগ বলছে, ভাটার সময় পানি নেমে যাওয়ায় আমনের তেমন কোনো ক্ষতি হবে না। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে টাঙ্গাইলে। চরম ভোগান্তিতে রয়েছি আমরা। শ্রমিক শাহ আলম বলেন, বৃষ্টির কারণে আমরা কাজে যেতে পারছি না। আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। জেলার নিচু জমিগুলোর অধিকাংশ ফসলই পানির নিচে তলিয়ে যাচ্ছে। স্কুল কলেজ ও কোর্টগামী সাধারণ মানুষকেই চরম বিপাকে পড়তে হচ্ছে। ভারী বর্ষনে নদ-নদীর পানিই বৃদ্ধি পেতে শুরু করেছে।
টাঙ্গাইল জেলায় প্রচুর সবজি চাষ হয়ে থাকে। টানা বৃষ্টিতে বেশ কিছু সবজির জমিতে পানি বেঁধে গেলে শীতকালীন সবজি চাষে কিছুটা সমস্যা হবে। তবে বৃষ্টির কারনে ধান ক্ষেতের জন্য অনেকটা ভাল হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।