সকলকে সাথে নিয়ে সুন্দর টাঙ্গাইল গড়তে চাই- ডিসি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক শরিফা হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, বৈপ্লবিক সময়ে সরকার আমাকে টাঙ্গাইলের মতো গুরত্বপূর্ণ জেলায় দায়িত্ব পালন করতে পাঠিয়েছেন। ইতিহাস ঐতিহ্যের সাথে টাঙ্গাইলের অনেক সুনাম রয়েছে। আগামী দিনে সকলকে সাথে নিয়ে সুন্দর একটি টাঙ্গাইল গড়তে চাই। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যে কোনো দুর্নীতি, অসৎ আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনারা সমালোচনা করবেন, সমালোচনা যাতে গঠনমূলক হয়। টাঙ্গাইলে দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা চান তিনি।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াতসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ২৫ তম বিসিএসের কর্মকর্তা শরিফা হক টাঙ্গাইলর ৪০ তম জেলা প্রশাসক। এর আগে তিনি সেতু বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইলে ও সেতু বিভাগের উপসচিব শরীফা হককে নীলফামারী পদায়ন করা হয়েছিলো। পরবর্তীতে বুধবার (১১ সেপ্টেম্বর) রদবদল করে নীলফামারী থেকে টাঙ্গাইলে পদায়ন করা হয়। পরে তিনি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নতুন কর্মস্থল টাঙ্গাইলে যোগদান করেন।

 

 

৭৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *