বাসাইলে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর

অপরাধ টাঙ্গাইল বাসাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইলে মন্দিরে রাতের আঁধারে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খানসহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কমার সাহা বলেন, দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরির কাজ চলছি। রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করেছে। কোনোটার হাত, আবার কোনোটার মাথা ভেঙে ফেলেছে। সবমিলিয়ে সাতটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। পুলিশসহ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে। প্রশাসনের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলমান ছিল। এর মধ্যে কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে।

৯৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *