
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনে করণীয় নির্ধারনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চিত্তরঞ্জন সরকারের সভাপতিত্বে বর্ধিত সভায় সাধারন সম্পাদক প্রদীপ গুন ঝন্টু, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক রমেশ চন্দ্র সরকার, টাঙ্গাইল কোর্টের সাবেক জিপি আনন্দ মোহন আর্য্যসহ জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।